BREAKING: ড্রোন আতঙ্কে বন্ধ ২৪ বিমানবন্দর! যাত্রীদের জন্য জারি সতর্কবার্তা
BREAKING: ভারতের ভয়ে থরহরি কম্প! ব্ল্যাক আউটের অন্ধকারে লুকিয়ে কে পাকিস্তান থেকে পালাতে চাইছে?
ফের পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ছক কষছে! আবার সম্পূর্ণ জম্মু জুড়ে ব্ল্যাকআউটের ঘোষণা
নিরাপত্তাকে গুরুত্ব, আগামী তিন দিন এই রাজ্যে বন্ধ থাকছে সমস্ত স্কুল, কলেজ
আকাশে অন্ধ পাকিস্তান! ভারতের হামলায় ধ্বংস ফ্লাইং রাডার
BREAKING: রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনার প্রধান কার্যালয় গুড়িয়ে দিল ভারত
বিগ ব্রেকিং: ভারতের ভয়ে পাক প্রধানমন্ত্রী কোথায় গিয়ে লোকালেন জানেন? বড়সড় গর্জনের পর ইঁদুরের মত কর্মকাণ্ড শেহবাজের
নিয়ন্ত্রণ রেখা জুড়ে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, তবে এই দুই সেক্টরে পরিস্থিতি খারাপ
BREAKING NEWS: সেনা ঘাঁটি ছেড়ে পালাচ্ছে পাকিস্তান! স্বাধীনতার পথে তবে কি বালোচিস্তান ?

হিজাবের বিকল্প লম্বা হাতার জ্যাকেট !

হিজাব পরার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল আগে। কিন্তু ধর্মীয় বিশ্বাসের কারণে বিকল্প খুঁজে নিচ্ছে কেরলের মুসলিম ছাত্রীরা। মেডিক্যাল কলেজের ৭ মুসলিম ছাত্রী অপারেশন থিয়েটারের মধ্যে লম্বা হাতার জ্যাকেট পরার দাবি জানালেন।

author-image
Ritika Das
New Update
hijab3.jpg

ফাইল চিত্র 

নিজস্ব সংবাদদাতা: হিজাবের বিকল্প খুঁজতে এবার লম্বা হাতার জ্যাকেট পড়তে চাইছেন মুসলিম ছাত্রীরা। তিরুবনন্তপুরমের সরকারি মেডিক্যাল কলেজের অন্তত সাতজন মুসলিম ছাত্রী কলেজের অধ্যক্ষের দ্বারস্থ হন। তাঁদের দাবি ছিল, অপারেশন থিয়েটারে প্রবেশের সময় তাঁদের লম্বা হাতার জ্যাকেট এবং সার্জিক্যাল হুড পরার অনুমতি দেওয়া হোক। 

এই দাবি শুনে কলেজের অধ্যক্ষ জানান যে, তিনি সার্জন এবং সংক্রমণ নিয়ন্ত্রণ দলের সদস্যদের নিয়ে একটি সভা করবেন। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। তিনি আরও জানিয়েছেন যে, ওই ৭ জন ছাত্রী যে অনুরোধ জানিয়েছেন, তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।