হিজাবের বিকল্প লম্বা হাতার জ্যাকেট !

হিজাব পরার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল আগে। কিন্তু ধর্মীয় বিশ্বাসের কারণে বিকল্প খুঁজে নিচ্ছে কেরলের মুসলিম ছাত্রীরা। মেডিক্যাল কলেজের ৭ মুসলিম ছাত্রী অপারেশন থিয়েটারের মধ্যে লম্বা হাতার জ্যাকেট পরার দাবি জানালেন।

author-image
Ritika Das
New Update
hijab3.jpg

ফাইল চিত্র 

নিজস্ব সংবাদদাতা: হিজাবের বিকল্প খুঁজতে এবার লম্বা হাতার জ্যাকেট পড়তে চাইছেন মুসলিম ছাত্রীরা। তিরুবনন্তপুরমের সরকারি মেডিক্যাল কলেজের অন্তত সাতজন মুসলিম ছাত্রী কলেজের অধ্যক্ষের দ্বারস্থ হন। তাঁদের দাবি ছিল, অপারেশন থিয়েটারে প্রবেশের সময় তাঁদের লম্বা হাতার জ্যাকেট এবং সার্জিক্যাল হুড পরার অনুমতি দেওয়া হোক। 

এই দাবি শুনে কলেজের অধ্যক্ষ জানান যে, তিনি সার্জন এবং সংক্রমণ নিয়ন্ত্রণ দলের সদস্যদের নিয়ে একটি সভা করবেন। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। তিনি আরও জানিয়েছেন যে, ওই ৭ জন ছাত্রী যে অনুরোধ জানিয়েছেন, তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।