নিজস্ব সংবাদদাতা: গত বেশ কিছু দিন ধরে উত্তরাখণ্ডের চামোলিতে চলছে ভারী বর্ষণ। পাহাড়ি এলাকায় নেমেছে ধস, যার জেরে বন্ধ হয়ে গিয়েছে বদ্রীনাথ জাতীয় সড়ক। ফলে সমস্যায় পড়েছেন যাত্রীরা। এই সময় অনেকেই উত্তরাখণ্ড ঘুরতে যান। কিন্তু বদ্রীনাথ জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ার অন্যত্র যেতে পারছেন না পর্যটকরাও।
রবিবার এলাকার কর্মকর্তারা জানান, গত ১৩ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে বদ্রীনাথ জাতীয় সড়ক। তাঁরা জানান, ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি এই জাতীয় সড়কটি পুনরায় চালু করার জন্য কাজ শুরু করেছে।