নাবালিকার পেটে ভাইয়ের সন্তান! মিলল গর্ভপাতের অনুমতি

নাবালিকার পেটে ভাইয়ের সন্তান। বিষয়টি ভালোভাবে মেনে নেবে না কেউই। পাশাপাশি আবার সন্তানের এবং মায়ের শারীরিক ও মানসিক সমস্যাও হতে পারে। তাই গর্ভপাতের পক্ষেই রায়।

author-image
Anusmita Bhattacharya
New Update
pregnant

নিজস্ব সংবাদদাতা: সাত মাসের অন্তঃসত্ত্বাকে গর্ভপাত করানোর অনুমতি দিল কেরালা হাইকোর্ট। জানা যায় যে ভাইয়ের সঙ্গে শারীরিক সম্পর্কের ফলে গর্ভবতী হয়ে পড়ে ওই নাবালিকা। তার বাবার আবেদনের ভিত্তিতে গর্ভপাতের নির্দেশ দেয় আদালত। বিচারকের বক্তব্য, নাবালিকার বয়স ১৫ বছর। এক্ষেত্রে গর্ভপাতের অনুমতি না দিলে একাধিক সামাজিক ও চিকিৎসা সংক্রান্ত জটিলতা হতে পারে। দুই ভাই-বোনের থেকে জন্ম নেওয়া শিশুটি সামাজিক অস্বস্তির মধ্যে পড়বে। স্বাস্থ্য সংক্রান্ত জটিলতাও হতে পারে তার।