নিজস্ব সংবাদদাতা:জম্মু ও কাশ্মীরের ডোডাতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের এই জেলার গোলি গাদি জঙ্গলে নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষের পর এই সতর্কতা জারি করা হয়।
VIDEO | High alert in higher reaches of Jammu & Kashmir's Doda, after an encounter broke out between security forces and terrorists in the Goli Gadi forest of the district earlier today.