আপনার হোয়্যাটসঅ্যাপকে নিরাপদ করতে চাইলে হাইড করে দিন আইপি অ্যাড্রেস

বিপুল সংখ্যক মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন।

author-image
Adrita
New Update
s

নিজস্ব সংবাদদাতাঃ আপনি হোয়্যাটসঅ্যাপ ব্যবহার করেন ? তাহলে এবার আপনার হোয়্যাটস অ্যাপকে সুরক্ষিত করুন। এতে হোয়্যাটসঅ্যাপ হ্যাক করা সম্ভব নয়। তার জন্য কি করতে হবে জানেন ? হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে, যদি তারা হোয়াটসঅ্যাপ কল ব্যবহারের সময়ে তাদের আইপি অ্যাড্রেস হাইড করে রাখেন তাহলে হ্যকাররা আপনার অ্যাকাউন্ট করতে পারবেন না। 

What is WhatsApp? How to use the app, tips, tricks, and more | Digital  Trends

হ্যাকাররা হ্যাক করার জন্য আপনার আইপি অ্যাড্রেস যদি খুঁজেই না পায়, তাহলে আপনার হোয়াটসঅ্যাপ সুরক্ষিত থাকবে। 

WhatsApp Is Working On This Big Privacy Feature: All Details

Adddd