নিজস্ব সংবাদদাতা: ভাড়াটের ঘরে ক্যামেরা! গোপনে রেকর্ড করছিলেন সব। স্নানঘর ও বেডরুমে লুকিয়ে রাখা ক্যামেরা দিয়েই সর্বক্ষণ নজর রাখতেন, জানতেন গোপন সব কিছু। কিন্তু ভাড়াটেরও নজর এডিয়ে গেল না এই সব কিছু। আর তাতেই বাড়ির মালিকের কুকীর্তির কথা ফাঁস হল দুনিয়ার সামনে।
এমনই ঘটনা ঘটেছে পূর্ব দিল্লির শকরপুরে এক মহিলা ভাড়াটের বাড়িতে। স্পাই ক্যামেরা বসিয়ে তার ছবি তোলার অভিযোগে ৩০ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বিএনএস আইনের ৭৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে। পুলিশ জানায়, অভিযুক্তের নাম করণ। সে বাড়ির মালিকের ছেলে।
অভিযোগকারিণী ওই মহিলা এদিন বলেন, "বাড়ির মালিকের দুটি ছেলে রয়েছে। আমি বাথরুম সহ আমার ঘরে লুকানো তিনটি ক্যামেরা আবিষ্কার করি। আমি সেই ব্যক্তির একটি ভিডিও করেছি যে আমাকে নিশ্চিত করেছে যে সেগুলি গোপন ক্যামেরা ছিল। আমি এই ভিডিওটি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আমার কাছে পাঠিয়েছিলাম। আমার আত্মীয়দের ফোন করে, সেই ভিডিওটিও মুছে ফেলা হয়েছিল। আমি তা যখন বুঝতে পারি যে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিও সে হ্যাক করেছে তখন অভিযুক্তদের মধ্যে একজন পুলিশের কাছে সবটা স্বীকার করে। সে যে ক্যামেরাটি ইনস্টল করেছিল আমার বাড়িতে, সে কথাও পুলিশের কাছে স্বীকার করেছে সে। ভাড়াটিয়ার নিরাপত্তার দায়িত্ব থাকে বাড়িওয়ালার ওপর। কিন্তু এরকম হলে মানুষ বাড়ির মালিককে ভরসা করবে কি করে”।