নিজস্ব সংবাদদাতা: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের শপথগ্রহণ অনুষ্ঠানে এএপি সাংসদ রাঘব চাড্ডা এবার বড় বার্তা দিয়েছেন।
/anm-bengali/media/post_attachments/410ee72e-53f.png)
তিনি বলেছেন, "আমি হেমন্ত সোরেনকে অভিনন্দন জানাতে চাই"। তিনি আরও বলেছেন, "হেমন্তের দাড়ি সবার ওপর ভারী"। তার বক্তব্যে শোরগোল শুরু হয়েছে।