হেমন্ত সোরেনের ক্ষমতার ক্ষুধা এমন যে, ফিরে এলে দুদিনও চেয়ার ছাড়া থাকবে না, আর দুইদিন মুখ্যমন্ত্রী থাকতে দিলে কি হত?- এবার মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী- শোরগোল

কি বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
hemantangry

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার চম্পাই সোরেনের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ নিয়ে মুখ খুললেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি হেমন্ত সোরেনকে নিশানা করে দাবি করেছেন যে, হেমন্ত সোরেনের ক্ষমতার ক্ষুধা এমন যে, ফিরে এলে দুদিনও চেয়ার ছাড়া থাকতে পারবেন না। তিনি প্রশ্ন তুলেছেন, চম্পাই সোরেনকে আর দুইদিন মুখ্যমন্ত্রী থাকতে দিলে কি হত? ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বক্তব্য নিয়ে কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেছেন।

shivraj singh chouhanfg1.jpg

তিনি বলেছেন, "বিজেপি হয়রানি করে না বা রক্ষা করে না, তদন্ত সংস্থাগুলি তাদের কাজ করে, তারা চম্পাই সরেনকে কয়েক দিনের জন্য মুখ্যমন্ত্রী বানিয়ে হয়রানি করেছে। চম্পাই সোরেন আর কয়েকদিন মুখ্যমন্ত্রী থাকলে কি হতো? এটি স্পষ্ট করে যে তারা কেবল একটি পরিবারকে শাসন করতে চায়।  ক্ষমতার ক্ষুধা এমন যে, ফিরে এলে দুদিনও চেয়ার ছাড়া থাকবে না। বিজেপি পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমেছে এবং এখানে নির্বাচনে জিতে আবার সুশাসন প্রতিষ্ঠা করবে।"

champai sorenqw1.jpg

 উল্লেখ্য, ল্যান্ড স্ক্যাম ইস্যুতে সিবিআই হেমন্ত সোরেনকে হেফাজতে নেয়। সেই সময় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি এবং তার আসনে বসেন চম্পাই সোরেন। তবে বর্তমানে আদালতের রায়ে ফিরে এসেছেন তিনি। তবে তিনি ফিরতেই চম্পাই সোরেন মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এবং ফের মুখ্যমন্ত্রীর আসনে তিনিই বসতে চলেছেন। এরপরেই প্রশ্ন উঠছে, আর হাতেগোনা কয়েক মাসের মধ্যেই রয়েছে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন। তাহলে এই কয়েকমাসের জন্য কেনও তিনি ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন? আর এই প্রশ্নকে কেন্দ্র করেই বিজেপি নির্বাচনের আগে জেএমএম দলের বিরুদ্ধে নিজেদের প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে।

Adddd

 . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .