BREAKING: হেমন্ত সোরেন, গ্রেফতার, ED-কে দিতে হবে জবাব!

হেমন্ত সোরেনকে নিয়ে এবার ইডিকে দিতে হবে জবাব। আদেশ দিল হাইকোর্ট।

author-image
Anusmita Bhattacharya
New Update
hemantcm1

নিজস্ব সংবাদদাতা: গ্রেফতারের বিরুদ্ধে হেমন্ত সোরেনের দায়ের করা পিটিশনে ঝাড়খণ্ড হাইকোর্ট ইডির কাছে জবাব চেয়েছে। কেন অ্যারেস্ট করা হল তার জবাব দিতে হবে কেন্দ্রীয় সংস্থাকে। ৯ ফেব্রুয়ারির মধ্যে জবাব দিতে বলেছে হাইকোর্ট। পরবর্তী শুনানি ১২ ফেব্রুয়ারি।

flamefood1

cityaddnew

flavourfood