নিজস্ব সংবাদদাতাঃ ছত্তিশগড়ের রায়পুরে ২০২৩ সালে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় শীর্ষস্থান অর্জনকারী বিশেষ অনগ্রসর উপজাতির ছাত্রদের জন্য হেলিকপ্টার রাইডের আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে, এদিন ৮৮ জন ছাত্র হেলিকপ্টারে চড়েছিল।
রাজ্যের মন্ত্রী ডঃ প্রেমসাই সিং বলেন, "ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ছাত্রদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা যদি দশম এবং দ্বাদশ পরীক্ষায় শীর্ষ দশের মধ্যে আসে তবে তারা হেলিকপ্টারে চড়তে পারবে।" আর সেই প্রতিশ্রুতি এদিন পূরণ করলেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।