নিজস্ব সংবাদদাতা: বন্যা বিধ্বস্ত বিহারে ত্রাণ বিলি করতে গিয়ে, বন্যার জলেই জরুরি অবতরণ করতে বাধ্য হল ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার। বিহারের মুজাফ্ফরপুর জেলায় ঘটলো এই ঘটনা। যা জানা যাচ্ছে, খাবারের প্যাকেট বিতরণ করছিল হেলিকপ্টারটি। সেই সময় আচমকা কপ্টারটির পাখার একটি ব্লেড ভেঙে যায়। এরপরই আর ঝুঁকি না নিয়ে, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে, বন্যার জলেই জরুরি অবতরণ করে হেলিকপ্টারটি।
জানা গিয়েছে, মুজাফ্ফরপুর জেলার আওরাই এলাকার নয়া গাঁও ১৩ নম্বর ওয়ার্ডের এক জায়গায় জলের মধ্যে অবতরণ করে কপ্টারটি। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার বেশ কয়েকটি ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতেই দেখা গিয়েছে, জলে পড়ে যাওয়া হেলিকপ্টারের ভিতরে আটকে থাকা যাত্রীদের এবং সৈন্যদের উদ্ধার করছেন স্থানীয় বাসিন্দারা। বায়ুসেনার দ্বারভাঙ্গা বিমান ঘাঁটি থেকে এসেছিল ওই কপ্টারটি।
বিহারের বিপর্যয় মোকাবিলা বিভাগের মুখ্য সচিব, প্রত্যয় অমৃত এই বিষয়ে জানিয়েছেন, পাইলটের উপস্থিত বুদ্ধিতে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। কপ্টারটির ইঞ্জিন কাজ করছিল না। মাথা ঠান্ডা রেখে বায়ুসেনার পাইলট কপ্টারটিকে লোকালয়ের বাইরে নিয়ে যান। তারপর, বন্যার অগভীর জলে নামান সেটিকে। ফলে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।