প্রাণ প্রতিষ্ঠার আগেই ‘তালাবন্দী’ রামলালা

আগামী তিনদিনের জন্যে আপাতত রামলালা দর্শন বন্ধ ভক্তদের।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
lockayodhya-ezgif.com-avif-to-jpg-converter (1).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: রামলালার প্রাথমিক দর্শন ইতিমধ্যেই করে ফেলেছেন অনেকে। প্রকাশ্যে এসেছে গর্ভগৃহে থাকা রামলালার মূর্তির ছবি। আজ থেকে আগামী তিনদিনের জন্যে আপাতত রামলালা দর্শন বন্ধ ভক্তদের। সোমবার প্রাণ প্রতিষ্ঠার পর আগামী মঙ্গলবার কিংবা বুধবার থেকে দর্শনার্থীদের জন্যে খুলে দেওয়া হবে মন্দির প্রাঙ্গণ। কিন্তু এতো কিছুর মাঝে রামলালার যে নিরাপত্তার প্রয়োজন।

ভগবানের নিরাপত্তা বলে কথা সেখানেও চমক থাকবে না, তা কি করে হয়। চমক এল এদিন। ৪০০ কেজি ওজনের তালা-চাবি এল অযোধ্যায়। রাম মন্দিরের মূল প্রাঙ্গণে থাকবে সেই তালা চাবি। প্রায় ৬ মাস ধরে তৈরি হয়েছে সেই বিশেষ তালা-চাবি। আলিগড়ে তৈরি করা হয় সেটিকে। আর আজ ট্রাকে করে অযোধ্যায় নিয়ে আসা হল ৪০০ কেজির তালা-চাবিকে।

 

hiren