আগামী ৩-৫ দিনের মধ্যেই উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টিপাত

স্বস্তির বৃষ্টি।

author-image
Adrita
New Update
উয়

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আবহাওয়াবিজ্ঞানী সোমা সেন বলেছেন, " আগামী ৩-৫ দিনের মধ্যে, উত্তর-পূর্ব ভারতে প্রধানত মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং মণিপুরে অত্যন্ত ভারী বৃষ্টিপাত অর্থাৎ ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হবে। '' 

নিম্নচাপের প্রভাবে সকাল থেকেই বৃষ্টি কলকাতায়; দিনভর টানা বৃষ্টির পূর্বাভাস  শহরে | কলকাতা News in Bengali

তিনি আরও বলেছেন যে, '' উত্তর ভারতে তাপপ্রবাহ চলছে। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। মধ্যপ্রদেশে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বিহার এবং ঝাড়খণ্ডে আজ তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা আছে। ''  

IMD alerts: Heatwave to persist in north India, heavy rainfall in select  states | Latest News India - Hindustan Times

Add 1