দেশের বিভিন্ন রাজ্যে ঝমঝমিয়ে বৃষ্টির দাপট, কমলা সতর্কতা জারি IMD-র

আগামী কয়েকদিনের মধ্যে দেশের একাধিক রাজ্যে প্রবল বর্ষণ ধেয়ে আসছে বলে চরম সতর্কতা জারি করল ভারতীয় আবহাওয়া দফতর।

author-image
SWETA MITRA
New Update
rainfallls.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ভারী বৃষ্টি (Heavy Rainfall) ধেয়ে আসছে। আর এই নিয়ে এবার চরম সতর্কতা জারি করল ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি (IMD)। আজ শনিবার ভারতীয় আবহাওয়া দফতরের তরফে এক টুইট বার্তায় জানানো হয়েছে, আগামী ১২ ই সেপ্টেম্বর আসাম এবং মেঘালয়ের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এই বর্ষার মৌসুমে সকলকে বিপদগ্রস্ত বাড়ি ও জল জমতে পারে এমন স্থান থেকে সকলকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া আসাম ও মেঘালয়, এই দুই রাজ্যের ক্ষেত্রে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। ফলে সকলে সতর্ক থাকুন। ১১৫ থেকে ২০৪ মিলিমিটার অবধি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুই রাজ্যে। 

অন্যদিকে  ভারী বৃষ্টিপাতের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে মধ্যপ্রদেশকে। আজ ৯ ই সেপ্টেম্বর, রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (১১৫.৬ থেকে ২০৪.৪ মিমি) হবে বলে আশা করা হচ্ছে। এরইসঙ্গে ৯ সেপ্টেম্বর মধ্য মহারাষ্ট্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (১১৫.৬ থেকে ২০৪.৪ মিমি) হওয়ার পথে রয়েছে। সচেতন থাকুন এবং নিরাপদে থাকুন। অন্যদিকে  কোঙ্কন ও গোয়ায় ৯ সেপ্টেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (১১৫.৬ থেকে ২০৪.৪ মিমি) হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্কতা জারি করেছে আইএমডি।