নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড় মিগজাউম মঙ্গলবার অন্ধ্র উপকূলে আছড়ে পড়ে। বর্তমানে ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যার জেরে বৃহস্পতিবারও অন্ধ্র উপকূলের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার ইয়েলমানচিলিতে ৭ সেমি ও চোদাভারমে ৭ সেমি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আরাকু উপত্যকাতেও ৭ সেমি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের তরফে অন্ধ্র উপকূলের বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, তামিলনাড়ুর চেন্নাইয়ের একাধিক অঞ্চল এখনও জলের তলায়। বায়ু সেনা জলবন্দি মানুষের কাছে ত্রাণ পাঠানো অব্যাহত রেখেছে।