ঝেঁপে বৃষ্টি! বেরোলেই হবেন ভিজে চপচপে

ঝেঁপে বৃষ্টি এবার। বেরোলেই হবেন ভিজে চপচপে। কোন রাজ্যে নামল বৃষ্টি?

author-image
Anusmita Bhattacharya
New Update
rainfall up.jpg

নিজস্ব সংবাদদাতা: বিকেল নামতে না নামতেই এল বৃষ্টি। না, এই রাজ্যে নয়। বৃষ্টি এল তামিলনাড়ু রাজ্যের থুটুকুড়ি জেলায় বিভিন্ন অংশে। জানা গেছে সেখানে বেশ ভারী মাত্রায় বৃষ্টি হচ্ছে। কোভিলপাত্তি এলাকার বৃষ্টির দৃশ্য দেখুন।