নিজস্ব সংবাদদাতা: দিল্লির মানুষ আজ খুব খুশি। চা-পকোড়ার পরিবেশ তৈরি হয়েছে। হ্যাঁ, আজ সকালে প্রবল বৃষ্টি হয়েছে। এর মধ্য দিয়ে বর্ষার অপেক্ষার অবসান হতে পারে বলে বোঝা যাচ্ছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বোঝা যাবে দিল্লিতে বর্ষা পৌঁছেছে কিনা।
IMD দিল্লির কিছু এলাকায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে। এক আধিকারিক জানিয়েছেন, বৃষ্টির তীব্রতা বাড়বে। শুক্রবার এবং শনিবার দিল্লির কিছু এলাকায় ভাল বৃষ্টি হবে আর ৩০ জুন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল বাতাসও বইবে। ৭ দিনের পূর্বাভাসে বলা হয়েছে যে ১ জুলাই পর্যন্ত দিল্লিতে বর্ষাকাল অব্যাহত থাকতে পারে।
আইএমডি জানিয়েছে যে এই সময়ের মধ্যে প্রতি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বাতাস বইতে পারে। আবহাওয়া দফতর দিল্লি-এনসিআর-এর ছাপরাউলা, নয়ডা, গ্রেটার নয়ডা, ফরিদাবাদ, পানিপথ, গোহানা, বাগপত, মিরাট, মোদীনগর, পিলখুয়া, হাপুরে বৃষ্টি অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে।