নিজস্ব সংবাদদাতা: ঝড়-বৃষ্টি-বজ্রপাতের চরম কোপ দক্ষিণ ভারত এবং উত্তর-পূর্ব ভারতে। বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপের জেরে একাধিক শহরে শুরু হয়ে গিয়েছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি। ইতিমধ্যেই ভারতীয় মৌসম বিভাগ (আইএমডি) একটি ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা দিয়েছে। এদিকে উত্তরের পাহাড়ি রাজ্যগুলিতে শুরু হয়েছে তুষারপাত। আবহাওয়ার এই সার্বিক পরিবর্তনের কারণে সারা দেশে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করছে আবহাওয়াবিদরা।