নিজস্ব সংবাদদাতাঃ বেশ কয়েকদিন হল কেরালায় বর্ষা (Monsoon) ঢুকে গিয়েছে। এদিকে আজ মঙ্গলার কেরালার কোচিতে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। জানা গিয়েছে, ভারী বৃষ্টির কারণে এর্নাকুলাম জেলায় কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল বন্ধ থাকবে। এদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত খনন কাজ স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা কালেক্টর এনএসকে উমেশ।
আজ দেশের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি (IMD)। এমনকি কেরালায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এ ছাড়া দক্ষিণ ভারতের বেশ কয়েকটি রাজ্যে কমলা সতর্কতা জারি রয়েছে।