নিজস্ব সংবাদদাতা : ভাসাতে আসছে বৃষ্টি। জারি কমলা সতর্কতা। আপনিও সতর্ক হন আইএমডির পূর্বাভাসে। আবহাওয়া দফতরের তরফে ডাঃ সোমা সেন রায় জানিয়েছেন, আরব সাগরের আর্দ্রতার কারণে উত্তর-পশ্চিম ভারতে আজ এবং আগামীকাল একই রকম আবহাওয়া থাকবে। উত্তর ভারতে ৫ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী তিন থেকে ৪ দিন প্রবল বর্ষণে ভিজবে রাজধানী। রিয়ানা, উত্তর-পূর্ব রাজস্থান, ইউপির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।আগামীকাল থেকেই উত্তর-পূর্ব উত্তরপ্রদেশে ভারী বৃষ্টিপাত এবং অন্যান্য এলাকায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আইএমডির বিজ্ঞানী।