নিজস্ব সংবাদদাতা: ঘন কুয়াশা এখন গ্রাস করে রেখেছে দেশের বিস্তৃর্ণ এলাকা। উত্তরের প্রায় বেশিরভাগ রাজ্য এখন ঘন কুয়াশার আড়ালে ঢাকা পড়েছে। একই অবস্থা পূর্ব ও পশ্চিম প্রান্তেও। দেশের মধ্যভাগ পর্যন্ত কুয়াশার এই স্পেল বিস্তার করে রয়েছে। মনে করা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবহাওয়ার এই পরিবর্তন ঘটেছে।
আজ সকালেও এই ঘন কুয়াশার আস্তরণ দেখা গেল পাঞ্জাব, উত্তরপ্রদেশ, দিল্লি, মধ্যপ্রদেশে। উত্তরপ্রদেশের বিস্তৃর্ণ জেলা আজ ঘন কুয়াশার কবলে ঢাকা পড়েছে। দৃশ্যমান্যতার পরিমাণ ২৫০ মিটারেরও কম। ফলে খুব দরকারি ছাড়া রাস্তায় গাড়ি খুব একটা বেরচ্ছে না এদিন।
একই চিত্র দেখা গেল পাঞ্জাবেও। এদিন সকাল থেকেই পাঞ্জাবের ভাথিন্ডায় দৃশ্যমানতা ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়াশায় ঢেকেছে রাস্তাঘাট, গাছপালা। সাথে রয়েছে প্রবল ঠান্ডার দাপট। ফলে এখানেও ঘরের বাইরে খুব একটা বেরচ্ছেন না স্থানীয় বাসিন্দারা।