ঘন কুয়াশার আস্তরণে ঢাকা মধ্যপ্রদেশ-রাজস্থান-দিল্লি, সেখানের কি অবস্থা দেখুন -

১০০ মিটারের মধ্যেও দেখাটা কষ্টকর হয়ে উঠেছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
cold delhi.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আগামী দুই দিন উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের কিছু এলাকায় ঘন কুয়াশা এবং ঠান্ডা দিনের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আইএমডি। যার কার্যত প্রমাণ মিলেছে আজ থেকেই। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে সর্বত্র। এদিন সকাল থেকেই মধ্যপ্রদেশ, রাজস্থান, দিল্লি সহ সর্বত্র উত্তর ভারতীয় রাজ্যেই ঘন কুয়াশার আস্তরণ রয়েছে। দৃশ্যমান্যতা এতোটাই কম, যে ১০০ মিটারের মধ্যেও দেখাটা কষ্টকর হয়ে উঠেছে।

fog trains.jpg

তবে আইএমডি এও বলেছে, এরপর পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ৪ জানুয়ারি রাত থেকে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হওয়ার কারণে উত্তর-পশ্চিম ভারতের আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস রয়েছে। তবে ১০ থেকে ১৬ জানুয়ারির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে পারে, এই সময়ে আরও শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

 

cold fog.jpg