নিজস্ব সংবাদদাতা: এই সপ্তাহ জুড়েই কুয়াশার দাপট দেখা যাচ্ছে ভারতের বিস্তৃর্ণ এলাকায়। একই সাথে রয়েছে ঠান্ডার দাপটও। শুক্রবারও এর অন্যথা হল না। তীব্র শৈত্যপ্রবাহের সাক্ষী থাকল পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, দিল্লি ও উত্তরাখণ্ডের কিছু অংশ। কুয়াশার দাপট দেখা গেল মহারাষ্ট্রেও। প্রবল ঠান্ডা আঁকড়ে ধরল উত্তর ভারতের বাসিন্দাদের।
অনেক বেলাতেও দেখা গেল কনকনে ঠান্ডার স্পেল। তবে শ্রীনগর এবং সিমলার মতো জনপ্রিয় স্নো স্পটগুলি গত বছর “হোয়াইট ক্রিসমাস” এর আকর্ষণ মিস করেছে পর্যটকেরা। জাঁকিয়ে ঠান্ডা পড়লেও, কোথাও এবার বড়দিনে হয়নি তুষারপাত। তবে নতুন বছরে সেই আক্ষেপ খানিকটা ঘুচেছে।
গতকালের পর আজও জাঁকিয়ে ঠান্ডা রয়েছে রাজধানী সহ গোটা উত্তর ভারত জুড়ে। তার সাথেই উপড়ি পাওনা রয়েছে ঘন কুয়াশার। ঘন কুয়াশার চাদরে ঢেকেছে রাজধানী। সকাল থেকেই দৃশ্যমান্যতা অত্যন্ত কম।
আজ দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস। দিল্লি স্টেশন, অক্ষরধাম, ইন্ডিয়া গেট সহ বিস্তৃর্ণ এলাকাতেই দেখা যাচ্ছে এই দৃশ্যমান্যতার অভাব। সকল যানবাহন যাতায়াত করছে ধীর গতিতে। দিল্লি-এনসিআরে দৃশ্যমান্যতা শূন্যে নেমে এসেছে। ফলে রাস্তায় গাড়ি চলছে ফ্লাড লাইট জ্বালিয়ে।
এখন আগামী কয়েকদিন এই ঘন কুয়াশার আস্তরণ থাকবে বলেই জানাচ্ছে আইএমডি। উত্তরাখণ্ডেও এদিন দেখা গেল একই চিত্র।