নিজস্ব সংবাদদাতা : গোটা উত্তর ভারত তীব্র তাপপ্রবাহে প্রায় জ্বলছে। কাল আইএমডি জানায় যে তাপমাত্রার পারদ ৫০ ডিগ্রি সেলসিয়াস পার করে ফেলেছে। দিল্লির মুঙ্গেশপুরে বুধবার তাপমাত্রার পারদ দাঁড়ায় ৫২.৯ ডিগ্রি সেলসিয়াসে। যা রীতিমতো উত্তেজনা ও ভয় তৈরি করেছে। এখন পর্যন্ত এটাই ভারতে রেকর্ড করা সর্বাধিক সর্বোচ্চ তাপমাত্রা।
সেন্সর ঠিক থাকা নিয়ে এবার প্রশ্নতুলল ভারতীয় আবহাওয়া বিভাগ। হাওয়া অফিস দাবি করে মঙ্গলবার দিল্লি এনসিআর জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.২ ডিগ্রি থেকে ৪৯.১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর মুঙ্গেশপুরে তাপমাত্রা পৌঁছে যায় ৫২.৯ ডিগ্রি সেলসিয়াসে। ফলে অনুমান, সেন্সরের কোনও ত্রুটি হয়েছে।