নিজস্ব সংবাদদাতাঃ তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে ওড়িশায়। আপাতত তিনদিন ওড়িশায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
ভুবনেশ্বরের আইএমডি বিজ্ঞানী উমাশঙ্কর দাস বলেন, "আমরা আশা করছি আগামী তিনদিন ওড়িশায় গরম আবহাওয়া অব্যাহত থাকবে। এছাড়া ওড়িশার বেশ কিছু জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৬ ডিগ্রি বেশি থাকবে। আমরা কমলা সতর্কতা জারি করেছি, আগামী ১৩ তারিখ পর্যন্ত এই অবস্থা চলবে। আমরা আশা করছি যে পরে তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে। সুতরাং, জেলাগুলোতে তাপপ্রবাহের পরিস্থিতি আর বিরাজ করবে না।"