নিজস্ব সংবাদদাতা : ধুলোর ঝড়। প্রবল গতিতে বায়ুর সঙ্গে মানব শরীরে প্রবেশ করছে ধূলি কণা। দিল্লির বর্তমান অবস্থায় হাসপাতালে ভিড় করছেন সুস্থ মানুষরাও, যারা শুধুমাত্র দূষণের প্রভাবে শারীরিক সমস্যায় ভুগছেন। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এমনটাই জানালেন AIIMS-এর প্রাক্তন পরিচালক এবং সিনিয়র পালমোনোলজিস্ট ডাঃ রণদীপ গুলেরিয়া। তিনি জানান, " বায়ু দূষণের জেরে ব্রঙ্কাইটিস বা হৃদরোগের মতো রোগে আক্রান্ত ব্যক্তিদের শ্বাসকষ্টের সমস্যা বাড়তে পারে। অক্সিজেন স্যাচুরেশন কমে যায় এবং জরুরি পরিদর্শন বৃদ্ধি পায়। ওপিডিতেও শ্বাসকষ্টের অভিযোগে বেশি রোগী আসছে। হাসপাতালে ভর্তি, আইসিইউতে ভর্তি এবং ওপিডিতে রেফার করা রোগীদের সংখ্যা বাড়ছে এবং সেই সঙ্গে যারা স্বাভাবিক এবং কোনো রোগ নেই এমন ব্যক্তিদের মধ্যেও শ্বাসকষ্ট বাড়ছে। তারাও অশ্রুসজল চোখের অভিযোগ করছে।"