আতঙ্কের পারদ বাড়ছে, কোভিড নিয়ে স্বাস্থ্য দফতরের বৈঠক

কোভিড নিয়ে স্বাস্থ্য দফতরের বৈঠক। কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডুরাও বেঙ্গালুরুতে করোনার সতর্কতা মূলক ব্যবস্থা নিতে মন্ত্রিসভার সাব কমিটির বৈঠক করেছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
Coronavirus-Shutterstock-CMS

নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডুরাও বেঙ্গালুরুতে কোভিড সতর্কতামূলক ব্যবস্থা সংক্রান্ত মন্ত্রিসভা সাব-কমিটির বৈঠক করছেন। বৈঠক শেষে তিনি বলেন, "কোভিডের JN.1 ভ্যারিয়েন্ট ৩৪ টি রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। আমরা ভালোভাবে প্রস্তুত। উদ্বেগজনক কিছু নেই। বেশিরভাগ ক্ষেত্রেই বেঙ্গালুরুতে। আমরা মানুষকে শারীরিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছি।"

অন্যদিকে,  ভারতে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।  তবে এখনও পর্যন্ত কোনও আতঙ্কের খবর নেই বলে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে। ভারতে এখনও সক্রিয়া করোনা রোগীর সংখ্যা ৪০৫৪। কেরলে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় ৬২৮ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনার নতুন ভ্যারিয়েন্টে এক জনের মৃত্যু হয়েছে।  করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে একাধিক রাজ্য ইতিমধ্যে সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।  AIIMS-এর প্রাক্তন ডিরেক্টর ডঃ রণদীপ গুলেরিয়া আগেই জানিয়েছিলেন, সাব ভ্যারিয়েন্ট ধীরে ধীরে ছড়াবে। তবে করোনার এই সাব ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কের কিছু নেই। এই ভ্যারিয়েন্টের প্রকোপ খুব বেশি হবে না। যার ফলে আক্রান্তদের হাসপাতালে ভর্তির সেভাবে প্রয়োজন হবে না।  গুলেরিয়া বলেন,  "Jn.1 হল Omicron-এর সাব ভ্যারিয়েন্ট। তাই Omicron-এর বিরুদ্ধে তৈরি একটি ভ্যাকসিন এই রূপের বিরুদ্ধেও কার্যকর হবে। প্রথমে আমাদের আরও তথ্যের প্রয়োজন। '' 

স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে,  JN.1 এর উপসর্গগুলি মধ্যে উল্লেখযোগ্য হল জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা। ডেল্টা স্টেনের মতো শ্বাসকষ্টের কোনও উপসর্গ এখনও পর্যন্ত দেখতে পাওয়া যায়নি বলে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে। ২০২০ সালের শুরু থেকেই করোনা ভ্যারিয়েন্ট বিশ্বের বুকে আছড়ে পড়েছিল। বিশ্ব জুড়ে মহামারী দেখা দিয়েছে। নতুন বছরে করোনার নতুন স্ট্রেন দেশের বুকে কতটা আতঙ্কের সৃষ্টি করবে, সেটাই এখন দেখার।

কলকাতা করোনা ভাইরাসের নতুন স্ট্রেনে পাঁচ জন আক্রান্ত হয়েছেন। সকলকেই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে স্বাস্থ্য মন্ত্রকের তরফে বার বার বলা হয়েছে, নতুন করোনা স্ট্রেন নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।