পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন- ওড়িশার মুখ্যমন্ত্রীর ট্যুইটার হ্যান্ডেলে জানানো হল- গভীর শোক

কি বললেন ওড়িশার মুখ্যমন্ত্রী?

author-image
Aniket
New Update
Mohan Charan Majhiq1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন শারদা সিনহা। এবার ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ট্যুইট করে এই বিষয়ে সকলকে জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন।

Folk singer Sharda Sinha, known for iconic Chhath songs, dies at 72 -  Hindustan Times

তিনি ট্যুইট করে বলেছেন, "আমি শারদা সিনহা জির মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত, তিনি ভারতীয় লোকসংগীতকে তাঁর অনন্য এবং সুরেলা কণ্ঠে শোভা করেছিলেন৷ এই কঠিন সময়ে, আমার সমবেদনা তার পরিবারের সাথে। ঈশ্বর বিদেহী আত্মার শান্তি ও মুক্তি দান করুন।"