নিজস্ব সংবাদদাতাঃ বিগত কয়েকদিন ধরেই কোভিশিল্ড ভ্যাকসিন নিয়ে নানা বিতর্ক চলছে। অ্যাস্ট্রাজেনেকা কোভিডের টিকা প্রত্যাহার করে নিয়েছে। কেননা এই টিকার ফলে কয়েকজনের শরীরে থ্রম্বসিসের মতন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এর ফলে রক্ত জমাট বাঁধতে পারে।
/anm-bengali/media/post_attachments/85367b338e311f10579d07f5693034d4155e5cbf7ffed6ed23dfb3f2ed8de236.jpg?VersionId=CktHeJFu.EN44NqicO8dMifl31k51Zig)
তবে বিজ্ঞানীরা গবেষণা করে জানিয়েছেন যে, কোভিশিল্ড টিকা নেওয়ার পর কেটে গিয়েছে প্রায় ২ বছর। তাই যাদের কোনও পার্শ্ব প্রতিক্রিয়া এখনও পর্যন্ত হয়নি, তাদের আর কোন চিন্তা নেই।
/anm-bengali/media/post_attachments/1a37770a121a783e784e8d039bbe4bc1e2e9c8dd07de7ce612eaa158927542af.jpg?im=Resize=(1230,900))
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)