Hathras Stampede: ‘লাভারিস’ জুতোই আজ বয়ান দিচ্ছে হাড়হিম দুর্ঘটনার!

সেই জুতো, চপ্পল গুলির অধিকারীরা হইতো আজ অনেকেই আর জীবিত নেই।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
bgfhyuyij

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভয়ঙ্কর দুর্ঘটনার পেরিয়েছে প্রায় একদিন। আজও দুর্ঘটনা স্থলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু মানুষের জুতো, চপ্পল। উত্তরপ্রদেশের হাথরাসে গতকাল একটি ধর্মীয় অনুষ্ঠানের সময় যেখানে পদপিষ্ট হয়েছিল বহু ধর্মপ্রাণ মানুষ, সেখানেই মাটিতে পড়ে থাকতে দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্তদের চপ্পল। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থলের ফরেনসিক বিশেষজ্ঞরা সেগুলিও সংগ্রহ করছেন। 

সেই জুতো, চপ্পল গুলির অধিকারীরা হইতো আজ অনেকেই আর জীবিত নেই। আবার অনেকেই হইতো গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি; কিন্তু তাদের জুতো চপ্পল খানিকটা লাভারিসের মতোই পড়ে রয়েছে দুর্ঘটনাস্থলে।

bghnhjnim

এই ঘটনায় ইতিমধ্যেই, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গতকালই বলেছেন যে তাঁর সরকার এই ঘটনার জন্য দোষীদের কঠোরতম শাস্তি দেবে। এই ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২১ এবং ২৮ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।

bghnjyuo

Adddd