দাম কি কমলো পেট্রোল-ডিজেলের ? কি বলছে বাজার ?

দেশের বিভিন্ন শহরে ৩ অক্টোবর, আজ কমেছে জ্বালানির দাম (Crude Oil Price) । জেনে নিন, কলকাতায় লিটার পিছু কত হল পেট্রোল-ডিজেলের দাম ।

author-image
Adrita
New Update
জ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ চার মহানগরে অর্থাৎ দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতায় আজ ৩ অক্টোবর, মঙ্গলবার পেট্রোল (Petrol) ডিজেলের (Diesel) দাম স্থিতিশীল রয়েছে। চেন্নাইতে আজ পেট্রোল বিক্রি হচ্ছে ১১ পয়সা কম দামে ১০২.৬৩ টাকা এবং ডিজেল ৯ পয়সা কম দামে ৯৪.২৪ টাকা প্রতি লিটারে বিক্রি হচ্ছে। যেখানে দিল্লিতে পেট্রোল বিক্রি হচ্ছে ৯৬.৭২ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৮৯.৬২ টাকায়। মুম্বইতে পেট্রোল বিক্রি হচ্ছে ১০৬.৩১ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৯৪.২৭ টাকায়। কলকাতায় পেট্রোল বিক্রি হচ্ছে ১০৬.০৩ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৯২.৭৬ টাকায়। (Kolkata Price) 

hiring.jpg

বহুদিন ধরেই অপরিশোধিত তেলের দাম ব্যাপক বৃদ্ধি (Hike) পেলেও মঙ্গলবার এর দামে পতন দেখা গেছে। জ্বালানির দামে ০.৬১ শতাংশের পতন দেখা গেছে এবং এটি ব্যারেল প্রতি ৯০.১৬ ডলারে রয়েছে। একই সময়ে, WTI অপরিশোধিত তেলের দামে ০.৬১ শতাংশ হ্রাস পেয়েছে এবং এটি প্রতি ব্যারেল ৮৮.২৮ ডলারে রয়েছে। 

hiring 2.jpeg

আপনি যদি একজন BPCL গ্রাহক হন, তাহলে পেট্রল-ডিজেলের দাম দেখতে RSP <ডিলার কোড> লিখে ৯২২৩১১২২২২ (9223112222) নম্বরে পাঠান। অন্যদিকে, HPCL গ্রাহকরাHPPRICE <ডিলার কোড> লিখে ৯২২২২০১১২২ (9222201122) নম্বরে পাঠান। পাশাপাশি ইন্ডিয়ান অয়েল (IOC) গ্রাহকরা RSP <ডিলার কোড> লিখে ৯২২৪৯৯২২৪৯ (9224992249) নম্বরে পাঠালে মেসেজের মাধ্যমে আজকের সর্বশেষ পেট্রল ও ডিজেলের দাম সম্পর্কে জানতে পারবেন।