নিজস্ব সংবাদদাতাঃ সাইবার প্রতারকদের (Cyber crime) বিরুদ্ধে বড়সড় অভিযান চালালো পুলিশ। জানা গিয়েছে, দিল্লি সংলগ্ন মেওয়াতে সাইবার গুণ্ডাদের বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা নিয়েছে হরিয়ানা পুলিশ। রাজস্থান ও উত্তর প্রদেশের সীমান্ত সংলগ্ন মেওয়াতের (দিল্লি থেকে ৮০ কিলোমিটার দূরে) ১৪টি গ্রামে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে পুলিশের তরফে। শুধু তাই নয়, সাইবার জালিয়াতিতে ব্যবহৃত ২ লক্ষেরও বেশি মোবাইল নম্বর বন্ধ করে দিয়েছে পুলিশ। গুরুগ্রামের এসিপি সাইবারের তত্ত্বাবধানে এই অভিযানে ৪ থেকে ৫০ পুলিশ জড়িত ছিল। প্রসঙ্গত, দিল্লি সংলগ্ন এই এলাকাগুলি থেকে সারা দেশে ক্রমাগত সাইবার ক্রাইমের ঘটনা ঘটছিল। সম্প্রতি কেন্দ্রীয় সরকার মেওয়াত, ভিওয়ানি, নুহ, পালওয়াল, মানোটা, হাসানপুর, হাথান গ্রাম সহ ৯টি রাজ্যে ৩২টি সাইবার ক্রাইম হটস্পট চিহ্নিত করেছে।