হিংসার আগুনে জ্বলছে হরিয়ানা, আসল মাস্টারমাইন্ড কে?

হরিয়ানায় (Haryana) দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনাকে ঘিরে বাড়ছে উদ্বেগ। হরিয়ানার ডিজিপি পি কে আগরওয়াল জানিয়েছেন, ‘গতকাল থেকে নুহ শহরে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। '

author-image
SWETA MITRA
New Update
haryana clash.jpg

 নিজস্ব সংবাদদাতাঃ হরিয়ানার (Haryana) নুহ- জলভিষেক যাত্রার সময় সহিংসতার আগুন ছড়িয়ে পড়েছে একাধিক স্থানে। এই হিংসার ঘটনায় এখনও অবধি ছয়জন নিহত হয়েছেন। নুহের পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ। এই ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে সেই নিয়ে ধন্ধে রয়েছে পুলিশ।  সন্দেভভাজনদের খোঁজে একের পর এক অভিযান শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, ১৫০ জনেরও বেশি লোককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে দুষ্কৃতীদের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। ঘটনার নেপথ্যে একাধিক মাস্টারমাইন্ড রয়েছে বলে অনুমান পুলিশের। একের পর এক গাড়িতে, দোকানে আগুন, পাথর ছোঁড়ার ঘটনা ঘটছে। পরপর দোকানে ভাঙচুর অবধি চালাচ্ছে দুষ্কৃতীরা। নুহ, গুরুগ্রাম, রেওয়ারি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুজন হোমগার্ডের মৃত্যু অবধি হয়েছে।