নিজস্ব সংবাদদাতাঃ রবিবার অর্থাৎ আজ বাহাদুরগড়ে ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের (আইএনএলডি) হরিয়ানা প্রধান নাফে সিং রাঠিকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ হয়ে জয়কিশান নামে আর এক দলীয় কর্মীরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সূত্রে খবর, আইএনএলডি নেতা অভয় চৌটালা দলীয় কর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গিয়েছে, হরিয়ানা আইএনএলডি নেতা অভয় চৌটালা ব্রহ্মা শক্তি সঞ্জীবনী হাসপাতালে পৌঁছেছেন, যেখানে দলের প্রধান নাফে সিং রাঠিকে মৃত অবস্থায় আনা হয়েছিল।