আরও ৯% DA বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের

মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের। সেইসঙ্গে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বাড়ল ডিয়ারনেস রিলিফ (ডিআর)।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
dddd

নিজস্ব সংবাদদাতা: আরও ৯ শতাংশ মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বাড়ানো হল রাজ্য সরকারি কর্মচারীদের। ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে রাজ্য সরকারের অর্থ দফতর। সেই সঙ্গে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদেরও নয় শতাংশ ডিয়ারনেস রিলিফ (ডিআর) বৃদ্ধি করা হচ্ছে। হরিয়ানার অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে যে রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বেতন পাচ্ছেন, তাঁদের ৯ শতাংশ ডিএ বাড়ানো হচ্ছে। এতদিন তাঁরা ২২১ শতাংশ হারে ডিএ পেতেন। এবার থেকে পাবেন ২৩০ শতাংশ।  ২০২৩ সালের জুলাই থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে। ২০২৪ সালের জানুয়ারির বেতনের সঙ্গে বর্ধিত হারে ডিএ পেতে থাকবেন।