হরিয়ানা নির্বাচন, প্রশ্নবাণে জর্জরিত রাহুল

'এখন কি করা উচিত তা বুঝতে পারছে না দলের কেউই'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Rahul Gandhi sad kl.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: হরিয়ানায় চলছে নির্বাচন। আর তারই মধ্যে কংগ্রেসকে তাঁদের জায়গা দেখিয়ে দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি।

এদিন তিনি বলেন, “গত কয়েকদিনে এটা স্পষ্ট হয়ে গেছে যে কংগ্রেসের অবস্থাও মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের মতো হতে চলেছে। এখন এমনকি কংগ্রেসের নেতারাও এটা মেনে নিতে শুরু করেছেন। যে কারণে গত ১৫-২০ দিনে কংগ্রেসের কোনও বড় নেতা হরিয়ানায় আসতে রাজি হননি। কংগ্রেস কখনও কখনও দু’বার ইশতেহার প্রকাশ করে এবং কখনও কখনও তার নেতারা অযৌক্তিক বক্তব্য দেয় নিয়ে বিভ্রান্তি তৈরি করে। এখন কি করা উচিত তা বুঝতে পারছে না দলের কেউই। এমনকি কিছুদিন আগেই, বিদেশের মাটিতে সংরক্ষণ বিরোধী মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী, অথচ হরিয়ানা সফরে এসে তিনি কিচ্ছু বলেননি”। 

rahulsad jk.jpg

“গত ১০ বছরে, বিজেপি সরকার হরিয়ানাকে সব দিক দিয়ে উন্নত করেছে, তাই তার এখানে আসা উচিত এবং তাঁদের পর্যটন নিয়ে কাজ করা উচিত। হরিয়ানার যুবকরা তাকে জিজ্ঞাসা করছে যে কেন তিনি হুড্ডার আমলে হওয়া ‘খারচি, পারচি' নিয়ে কোনও মন্তব্য করেননি? হরিয়ানার দলিতরা জিজ্ঞাসা করবে যে সংরক্ষণের বিরোধিতা করার পরে, তিনি কোন মুখ নিয়ে হরিয়ানায় এসেছেন? রাহুল গান্ধীর এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া উচিত”।

Adddd