নিজস্ব সংবাদদাতাঃ দয়ালু যোজনা ও ক্ষতিপূর্তি পোর্টালের আওতায় সুবিধা বিতরণের বিষয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সাইনি বলেন, "ক্ষতিপূর্তি পোর্টালের মাধ্যমে ফসলহানির শিকার কৃষকদের বিপুল পরিমাণ অর্থ বিতরণ করা হয়েছে। দয়ালু যোজনার আওতায় আমরা আজ অনেক পরিবারকে (দরিদ্র ও অর্থনৈতিকভাবে দুর্বল পরিবার) আর্থিক সহায়তা প্রদান করেছি।"