নিজস্ব সংবাদদাতাঃ সমলিঙ্গে বিবাহের (Same Sex Marriage) বৈধতা দিতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। এদিকে এই বিষয়ে নিয়ে বড় মন্তব্য করলেন এলজিবিটিকিউআইএ+ (LGBTQIA+) অধিকার কর্মী হরিশ আইয়ার। তিনি বলেন, "যদিও শেষ পর্যন্ত রায় আমাদের হল না, তবে সুপ্রিম কোর্টের অনেক পর্যবেক্ষণ আমাদের পক্ষে রয়েছে। তারা কেন্দ্রীয় সরকারের উপরও দায় চাপিয়ে দিয়েছে এবং কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেল আমাদের বিরুদ্ধে অনেক কিছু বলেছেন, তাই আমাদের নির্বাচিত সরকার, সাংসদ এবং বিধায়কদের কাছে যাওয়া এবং তাদের বলা গুরুত্বপূর্ণ যে আমরা দুজন ব্যক্তির মতো আলাদা। লড়াই চলছে। কিছু সময় লাগতে পারে কিন্তু আমরা সামাজিক সমতা পাব।“ দেখুন ভিডিও...