পূণ্য অর্জনের দারুণ সুযোগ! আপনার হয়ে গঙ্গায় ডুব দেবে অন্য কেউ

পূণ্য অর্জনের দারুণ সুযোগ পাবেন। আপনার হয়ে গঙ্গায় ডুব দেবে অন্য কেউ।

author-image
Anusmita Bhattacharya
New Update
ganga

নিজস্ব সংবাদদাতা: ঠান্ডায় কষ্ট লাঘব করতে চাইছেন আবার সেই সঙ্গে পুণ্য অর্জন করার ইচ্ছেও রয়েছে? খরচ হবে মাত্র ১০ টাকা। হ্যাঁ, দারুণ একটি স্কিম এসেছে সামনে। ১০ টাকার বিনিময়ে পূণ্যার্জনের জন্য আপনার হয়ে অন্যজন গঙ্গায় ডুব দিয়ে স্নান করবেন এমনই ঘোষণা করছেন এক ব্যক্তি। এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে এক ব্যক্তি গঙ্গার মধ্যে বসে ঘোষণা করছেন যে আপনি ১০ টাকা দিলেই তিনি আপনার হয়ে জলে ডুব দিয়ে দেবেন। আপনার নাম জানালেই তিনি ডুব দেবেন। আপনার পুণ্য আপনিই পাবেন আর সেই ১০ টাকা পাবেন ওই ব্যক্তি। ভিডিওটি হরিদ্বারের বলে দাবি করা হচ্ছে। 

hiring.jpg