নিজস্ব সংবাদদাতা: গুজরাটের বিজেপি নেতা হার্দিক প্যাটেল বলেন, 'আয়কর বিভাগ কংগ্রেস সাংসদ ধীরাজ সাহুর কাছ থেকে ৩০০ কোটি টাকার বেশি নগদ খুঁজে পেয়েছে, আয়কর বিভাগের মতে এই সংখ্যা ৫০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। একবার ভাবুন তো, একজন কংগ্রেস নেতার কাছে যদি এত নগদ টাকা থাকে, তাহলে এই দলটি রাজ্যসভা, লোকসভা এবং অন্যান্য টিকিট কত টাকায় বিক্রি করবে? কংগ্রেস আজ কি বলতে পারে যে সাহুর ব্যবসার সাথে এর কোনও সম্পর্ক নেই? কিন্তু যখন আয়কর দফতর কঠোর অবস্থান নেবে, তখন প্রত্যেক নেতা যারা সাহুকে সংসদে পাঠানোর জন্য টাকা নিয়েছিলেন তারাই ফাঁদে পড়বেন। দুর্নীতির ওপর হামলা মোদির গ্যারান্টি!'