নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের মন্তব্য প্রসঙ্গে হনুমানগড়ি মন্দিরের পুরোহিত মহন্ত রাজু দাস বলেন, "সব মূর্তি সেখানেই থাকবে। মূর্তিটি 'বাল স্বরূপ' (শিশু রূপে) থাকায় 'দর্শন'-এ মানুষের অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই ট্রাস্ট এটিকে মহিমান্বিত করার চেষ্টা করেছিল। মূল বিষয় ছিল জন্মভূমি। অযোধ্যায় মন্দিরের অভাব নেই। আমি দিগ্বিজয় সিংয়ের মতো মানুষদের বলতে চাই, যাঁরা জাতপাতের ভিত্তিতে সমাজকে ভাগ করার চেষ্টা করেছিলেন, অযোধ্যায় এসে মন্দিরগুলো দেখুন। সব বর্ণের রাজা ও শাসকদের দ্বারা রাম জানকী মন্দির রয়েছে। উনি (দিগ্বিজয় সিং) বরাবরই রাম বিরোধী। তিনি শুরু থেকেই সবকিছুতে ত্রুটি খুঁজে বেড়াচ্ছেন।"