নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকের মান্ডিয়াতে হনুমান পতাকা বিক্ষোভের ঘটনায় তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, দক্ষিণ-পশ্চিম ভারতের কর্ণাটকের কেরাগোডু গ্রামে ভগবান হনুমানের ছবি সম্বলিত একটি জাফরান পতাকা অপসারণের পরে একটি বিতর্কের সূত্রপাত হয়। ২৬শে জানুয়ারী প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের জন্য পুলিশ ও প্রশাসন "হনুমান ধ্বজা" প্রতিস্থাপন করে তেরঙ্গা উত্তোলন করেছিল।
এই ঘটনার জেরে সোমবার ২৯ জানুয়ারী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্ণাটক ইউনিট মান্ডিয়া জেলার ঘটনার নিন্দা জানিয়ে সমস্ত জেলা সদরে বিক্ষোভ শুরু করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বলে উত্তেজনা তীব্র হয়।