চার বাংলাদেশি সহ এক ভারতীয় দালালকে গ্রেফতার করল হাঁসখালি থানার পুলিশ

শনিবার সকালে হাঁসখালি থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এই পাঁচজনকে গ্রেফতার করে। আরও জানা যায়, কয়েক মাস আগে এই বাংলাদেশি নাগরিকরা ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিল

author-image
Jaita Chowdhury
New Update
Border

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: চার বাংলাদেশী (Bangladesh) সহ এক ভারতীয় দালালকে সীমান্ত থেকে গ্রেফতার করল নদীয়ার (Nadia) হাঁসখালি থানার পুলিশ। সূত্রের খবর, শনিবার সকালে হাঁসখালি থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এই পাঁচজনকে গ্রেফতার করে। আরও জানা যায়, কয়েক মাস আগে এই বাংলাদেশি নাগরিকরা ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিল। এদিন তারা ইন্ডিয়া-বাংলাদেশ বর্ডার ধরে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এমনটাই জানতে পেরেছে পুলিশ।
অবৈধভাবে দালালের মারফতই তারা বাংলাদেশের ফেরত যেতে চেয়েছিল বলে জানা যায়। সেই কথা স্বীকারও করেছেন ওই ভারতীয় দালাল। ধৃতদের আজ পুলিশ রিমান্ডে চেয়ে রানাঘাট আদালতে পেশ করে হাঁসখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত চার বাংলাদেশের নাম জসিম উদ্দিন, বাহারুল শেখ, কুদ্দুস সরদার, অকলিমা সরদার। ধৃতরা বাংলাদেশের ঝিনাইদহ খুলনা হামিদপুর এলাকার বাসিন্দা এবং ধৃত ভারতীয় দালালের নাম রাজীব বিশ্বাস বাড়ি হাসখালি থানার বগুলা এলাকায়।