CAA-কে স্বাগত জানালেন হজ কমিটির চেয়ারম্যান! কী বললেন তিনি

CAA বিজ্ঞপ্তি প্রসঙ্গে দিল্লি হজ কমিটির চেয়ারম্যান কাউসার জাহান বলেন, এটি নাগরিকত্ব দেওয়ার আইন। কেড়ে নেওয়ার নয়। তিনি এই আইনকে স্বাগত জানান।

author-image
Tamalika Chakraborty
New Update
পো ংপ.jpg

নিজস্ব সংবাদদাতা : CAA বিজ্ঞপ্তি প্রসঙ্গে দিল্লি হজ কমিটির চেয়ারম্যান কাউসার জাহান বলেছেন, "আমি এটিকে স্বাগত জানাই। এটি নাগরিকত্ব দেওয়ার জন্য একটি আইন। এটি কারও নাগরিকত্ব কেড়ে নেবে না। আমাদের প্রতিবেশী দেশ যেমন পাকিস্তান এবং বাংলাদেশের অমুসলিমদের অবস্থা ভালো নয়, সরকার যদি তাদের সম্মানজনক জীবন দিতে চায়, তাতে সমস্যা কী? এতে মুসলিম সম্প্রদায়ের কোনো সমস্যা হবে না, আতঙ্কিত হওয়ার দরকার নেই।"

পো ২.JPG

 

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg