জ্ঞানভাপীতে খোলা হয়েছে দুটি সেলার, খুশির খবর জানালেন গিরিরাজ সিং

জ্ঞানভাপী নিয়ে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।

author-image
Probha Rani Das
New Update
Giriraaj singh.jpg

নিজস্ব সংবাদদাতাঃ জ্ঞানভাপী মামলার বিষয় নিয়ে এবার মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, “জ্ঞানভাপীতে এখনও পর্যন্ত মাত্র দুটি সেলার খোলা হয়েছে। তাদের মধ্যে আটজন এখনো অবশিষ্ট আছেন।” 

স্ব

স

স