নিজস্ব সংবাদদাতাঃজ্ঞানভাপী মামলার বিষয় নিয়ে এবার মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, “জ্ঞানভাপীতে এখনও পর্যন্ত মাত্র দুটি সেলার খোলা হয়েছে। তাদের মধ্যে আটজন এখনো অবশিষ্ট আছেন।”
#WATCH | Gyanvapi case | Union Minister Giriraj Singh says, "Only two cellars have been opened in Gyanvapi till now. Eight of them are still left..." pic.twitter.com/mlT9TQhXxV