রাম মন্দিরকে সামনে রেখে ফুঁসছে জ্ঞানবাপী ইস্যু

জ্ঞানবাপীর রায় নিয়ে প্রশ্নবাণ আসছে বিভিন্ন দিক থেকে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
de

File Picture

নিজস্ব সংবাদদাতা: জ্ঞানবাপী ইস্যুতে ফের একবার নতুন করে সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি। জ্ঞানবাপীর রায় নিয়ে প্রশ্নবাণ আসছে বিভিন্ন দিক থেকে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস এদিন বলেন, “মন্দির সম্পর্কিত প্রমাণ সেখান থেকে উদ্ধার করা হয়েছে। সমীক্ষার পরে, আদালত নির্দেশ দিয়েছিল যে পূজা অবশ্যই হবে। হাইকোর্ট এটা থামাতে পারবে না, এটা বন্ধ করার কোনো ভিত্তি নেই। এটা একটা মন্দির ছিল এবং সেখানে পুজো হত। তাই হাইকোর্ট রায় না দিলেও আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারি। রাম জন্মভূমির রায় যেভাবে এসেছে, সেভাবেই জ্ঞানবাপীর রায়ও আসবে কারণ হিন্দু পক্ষের কাছে উপযুক্ত প্রমাণ আছে। আর তাই হিন্দুদের পক্ষে রায় দিতেই হবে”।

 

Add 1

স্ব

স