নিজস্ব সংবাদদাতাঃ AIUDF নেতা রফিকুল ইসলাম বলেছেন, “বিজেপির হাতে ভারতের ভবিষ্যৎ নিরাপদ নয়। প্রধানমন্ত্রী মোদী আগে ২ কোটি চাকরির কথা বলতেন, কিন্তু এখন ২ লক্ষ চাকরির কথা বলেন না। গণতন্ত্র ও অর্থনীতি নিরাপদ নয়। মানুষ বিকল্প খুঁজছে, কংগ্রেস দুর্বল হয়ে পড়েছে এবং তাই তাদের উচিত আঞ্চলিক দলগুলির সাথে সমঝোতা মেনে নেওয়া এবং সমর্থন করা। আমরা এখানে তিনটি আসন জিতব এবং বাকি ১১টি আসনে বিজেপিকে পরাজিত করতে যারা যথেষ্ট শক্তিশালী বলে মনে হচ্ছে তাদের সমর্থন করব। কিন্তু আসামে কংগ্রেস ভাল কাজ করছে না, এখানে তাদের কোনও নীতি নেই, এবং তাদের বিধায়করা বিজেপিতে যোগ দিচ্ছেন। এত খারাপ অবস্থায় থাকার পরেও কংগ্রেস ঔদ্ধত্য বজায় রেখেছে। আর যাই হোক না কেন, আমাদের সমর্থকরা বিজেপিকে ভোট দেবে না।”