নিজস্ব সংবাদদাতা: চরম ব্যস্ততার মাঝেই অযোধ্যা মন্দিরের দর্শন সারলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। আর দর্শন লাভ হতেই বড় ঘোষণা করলেন তিনি।
এদিন তিনি বলেন, “গুজরাট ভ্রমণকারীদের জন্য যারা অযোধ্যায় আসছেন, আমাদের সরকার তাঁদের জন্য 'আস্থা ট্রেন'এর শুভ সূচনা করছে। যার মাধ্যমে হাজারেরও বেশি ভক্ত অযোধ্যা রাম মন্দির দর্শন করতে আসতে পারবেন। এছাড়া গুজরাট থেকে যারা অযোধ্যায় ভ্রমণ করতে যাবেন, তাদের জন্য তাঁবুর সুবিধাও রয়েছে। আমি এর জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি”।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)