হোয়াটসঅ্যাপে ডিভোর্স দিলেন স্বামী, বিচার না পেয়ে রাষ্ট্রপতির কাছে ইচ্ছামৃত্যুর অনুমতি চাইলেন মহিলা!

গুজরাটের সান্তরামপুর শহরে এক মুসলিম মহিলাকে তার স্বামী হোয়াটসঅ্যাপে ডিভোর্স দিয়েছেন।

author-image
Anusmita Bhattacharya
New Update
various-ways-to-get-divorced

নিজস্ব সংবাদদাতা: গুজরাটের মহিসাগর জেলার সান্তরামপুর শহরে বসবাসকারী এক মুসলিম মহিলা ন্যায়বিচার না পেলে রাষ্ট্রপতির কাছে ইচ্ছামৃত্যুর অনুমতি চেয়েছেন। নয় বছর আগে সান্তরামপুরের বাসিন্দা জাভেদ মুস্তাক কোঠারির সঙ্গে বিয়ে হয়েছিল এই মহিলার। বিয়ের পর স্বামীসহ পরিবারের সঙ্গে বসবাস করলেও সন্তান না হওয়ায় তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছিল।

ওই নারী জানান, তার কোনো ভরণ-পোষণ নেই এবং তার বাবার আর্থিক অবস্থাও ভালো নয়, তাই গত নয় বছর ধরে স্বামী ও শ্বশুরবাড়ির অত্যাচারে ভুগছেন তিনি। এত কিছুর পরও একদিন তার স্বামী তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে ডিভোর্স দেন। ন্যায়বিচারের আশায়, মহিলা লুনাওয়াদা মহিলা থানায় অভিযোগ দায়ের করেন, তবে পুলিশ অবিলম্বে অভিযুক্ত জাভেদ মুস্তাককে জামিন দেয়।

ভুক্তভোগী বলেছেন যে এটি মুসলিম মহিলা (বিবাহ অধিকার সুরক্ষা) আইন 2019 এর লঙ্ঘন, যেখানে এমন পরিস্থিতিতে তাত্ক্ষণিক জামিনের কোনও বিধান নেই। বিচার না পেয়ে ওই মহিলা রাষ্ট্রপতি, স্বরাষ্ট্র দফতর, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং জেলা পুলিশ সুপারের কাছে ইচ্ছামৃত্যুর অনুমতি চেয়ে লিখিত আবেদন জানিয়েছেন।