নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনা নিয়ে চিকিৎসকদের ধর্মঘট প্রসঙ্গে গুজরাটের মন্ত্রী রুসিকেশ প্যাটেল বলেন, “পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটেছে তা নিন্দনীয়। জনগণের ক্ষোভ প্রাসঙ্গিক।
এই ঘটনায় ক্ষুব্ধ গোটা দেশের চিকিৎসকরা। এই ঘটনায় গুজরাটে জুনিয়র, সিনিয়র ও রেসিডেন্ট ডাক্তাররা বিক্ষোভ দেখিয়েছেন। তবে গুজরাটের সব সরকারি হাসপাতালে জরুরি পরিষেবা ও ওপিডি পরিষেবা খোলা রয়েছে।”
#WATCH | Gandhinagar: On doctors' strike over Kolkata's Medical College and Hospital incident, Gujarat Minister Rushikesh Patel says, "The incident that happened in West Bengal is condemnable. The anger of the public is relevant. The doctors across the country are angered by the… pic.twitter.com/BI0hCDF7RG